প্রথম যেদিন বৃষ্টির সাথে দেখা হয়,
খুব সম্ভব অবাক বিস্ময়ে ম্রিয়মান হয়েছিলাম।
প্রথম যেদিন নদীর সাথে দেখা হয়েছিলো,
দুচোখ জুড়ে শুধুই অনন্ত প্রশান্তির প্লাবণ দেখেছিলাম।
প্রথম যেদিন সবুজের সীমাহীন দিগন্তে চোখ জুড়িয়েছিলাম,
বিনম্র শিখরে সিক্ত প্রাণ নিয়ে ফিরেছিলাম।
প্রথম যেদিন পাহাড়ের সাথে মিতালী হয়,
উদ্ধত আর শান্ত চরিত একত্রে মিলিয়েছিলাম।
প্রথম যেদিন ঝর্ণার সাথে দেখা হয়,
সমগ্র শরীর দিয়ে সহস্র বর্ষার ধারা উপলব্ধি করেছিলাম।
সমুদ্রের সাথে সাক্ষাৎ না হওয়ায় দুর্ভাগ্য,
এখনো অসীম উন্মুক্ততার সান্নিধ্য লাভ হয়নি।