আকাশ কি সূর্যাস্তের কথা মনে রাখে
নিষিদ্ধ যৌবনে আসে রাত্রির রং
অযাচিত চন্দ্র নক্ষত্র থাকে ময়ূরাক্ষীর তীরে ,
শুকনো নদীর মতো সুগন্ধী কর্পূর উড়ে যায়
অবাধ্য দাবানলে পুড়ে হয় ছারখার
অবশেষে পড়ে থাকে দীর্ঘশ্বাস
পাওয়া না-পাওয়া বহু মানুষের ভীড়ে ।