বাঁশিওয়ালা হারিয়ে গেলে কি বাঁশির সুরও হারিয়ে যায়
নাকি সুর হারিয়ে গেলে বাঁশিওয়ালা পালিয়ে বেড়ায়
কে ছিলো কার বেশি আপন কে নিয়েছে খবর কবে ,
অন্ধকার মানে আলোর হারিয়ে যাওয়া
একে অন্যের সমান্তরাল হয়ে রবে ।