চলে যেতে হবে তাই চলে যাই
এই পরিচয়ে পরিচিত আনন্দ কান্নায়
ভীড় ঠেলে পথ হারায় কতো চেনা মুখ
মেঠো পথে পড়ে থাকে কতো ধুলো বালি,
কতো ধারা বয়ে যায় নদী ঘাটে জলে
উঠে ডুবে ক্ষয়ে যায় কতো ভরা চাঁদ
মুছে যায় কবেকার পুরোনো সে নাম
এক যুগ ধরে যার আসে নাকো চিঠি,
চলে যেতে হবে তাই চলে যাই
একা আরও একা  । ।