কেন এমন কাঁদতে হবে
ফাগুন বলে শ্রাবনটাকে
কেউ তো আছে অতীত নিয়েই
রাত্রি জাগে বেঁচে থাকে,
মিছেই যে তার জীবন কাটে
আয়নাতে তার প্রিয় মূখ
উজান পথে চেয়ে খোঁজে
কোথায় আছে অনেকটা সুখ,
কেউ তো ভাবে পুরোন স্মৃতি
মোমের আঁচড় গভীর ক্ষত
কেউ তো ভাবে জীবন যদি
হটাৎ করেই বদলে যেত,
কেউ তো বলে, চাইনা এমন বর্ষা আমি
অন্য বর্ষা আমায় দিও
কেউ তো বলে দিনের শেষে
ভালোবাসি আমি, ক্ষমা করে দিও ।