কন্যা কান্দে আসমান কান্দে
চক্ষু কান্দে না
চোখের জলের কি দাম আছে
পাথর বোঝে না ,
বালির কনা শ্রোতে ভাসে
পাহাড় ভাসে না
চোখের জলে ব্যাথার পাহাড়
ভাসতে পারে না ,
শিশির পড়ে শিশির ভাসে
শিশির থাকে না
জলের কাছে হারায় শিশির
শিশির জানে না ,
মেঘ কান্দে মানুষ কান্দে
জলতো কান্দে না
কন্যার চোখে এতো জল তবু
চক্ষু কান্দে না । ।