প্রজাপতির একটা পাখা কাঁপেনা কখনও
একটা চোঁখ কাঁদেনা কখনও একা
শুধু মানুষ বলেই শিখে গেছি সব ,
পাখিরা ভুলেনা গন্তব্যের ঠিকানা
মেঘেরাও ভুলেনা আকাশের রঙ
শুধু মানুষ বলেই ভুলে গেছি সব
ক্ষনিকের জীবনের দীর্ঘ প্রতীক্ষায়
নিরবধি কেউ থাকেনা একা
শুধু মানুষ বলেই বেঁচে আছি তাই
এই এতকাল তোমাকে ছাড়াই । ।