যে আছে সে কি জানে যে নাই তার কথা
সেও একদিন ছিলো সমুদ্রে মরুতে আকাশে মাটিতে
যে রূপের আগুনে অৰ্থে অনর্থে দারুন দম্ভে
সেও একদিন ছিলো রূপসী এমনই বেশী সবকিছুতে ,
একদিন এমনই হটাৎ সময় হয়েছিলো চলে যাবার
সেও আনন্দে বিরাগে দারুন বিদায়ে ছেড়ে গেছে
সেও তোমারই আমারই মতো ছিলো
শুধু নেই কেউ তাকে মনে রাখবার ।