আয়নার সামনে দাড়িয়ে যখন কাঁদি
তখন সেও কেন কাঁদে জানিনা
মৃগনাভি হরিণীও জানেনা
কি সুগন্ধি সে বয়ে বেড়ায়
হয়তো চাতকের তৃষ্না
মিটে যেতো কফোটা বৃষ্টিতেই,
বহুদিন বিষন্ন বিধুর
দগ্ধ বুকে নেই শ্রাবন বর্ষণ
বহুদিন ভিড়ের মাঝে একা
মৃগনাভি হরিণী,
তুমি শুদ্ধ করো আমার জীবন ।।