কাঁদাতে তো সবাই পারে
কিন্তু কাঁদিয়ে যে নিজেও কাঁদে
তারই নাম ভালবাসা !
হৃদয়ে রক্তক্ষরণ তো আর
এমনি এমনি হয় না
যখন কাছের প্রিয় মানুষটিও
বিশ্বাস ভেঙে দেয়,
হয়তো তারাই শুদ্ধ মানুষ ?
কথা ছিল এক আমি, এক তুমি এই দুইই
থাকবে সারা জীবন
কিন্তু সংখ্যাটা যখন তিন হয়ে গেল
তখন কেমন করে আমি যেন মানুষ থেকে
নাই-মানুষ হয়ে গেলাম
ভালোবাসার সংজ্ঞা কখনোই দূরত্ব বা দারিদ্রতা নয়
সেটা তো একটাই, বিশ্বাস !
যে বিশ্বাসে আমৃত্যু পাশাপাশি থাকা যায়
আজীবন সেটাই পেলাম না
রয়ে গেলাম শুধুই নাই-মানুষ হয়ে…..