সেই কোনকালে কেটেছে শৈশব, মনেও নেই
যৌবন এসেছে কি আসেনি বোঝার আগেই
আজীবন দেহদানের অঙ্গীকারে
ঠাঁই হলো নতুন ঠিকানায় ,
'' সংসার সুখের হবে তোমার গুনে
তার সুখেই তোমার সুখ ''
এইসব আদিকথা প্রাক্কালেই শিখেছি আমি
এখানে পুরুষ কোথায় ?
দোষ গুন্ সবকিছুর দায় কি আমার
'' পুরুষ তারাতো ঐরকমই
তুমি মেয়ে হয়ে জন্মেছিলে কেন
তুমি জলের মতো তরল
তোমার আকার নেই রং নেই ঘ্রাণ নেই
তোমাকে ফোটাবো জমাবো
আগুন নেভাবো তৃষ্ণা মেটাবো
ঢালের সাথে গড়াবে তুমি
তোমার ঠিকানা নেই
জাল ছিড়ে যেতে চাও গিয়ে দেখো
তোমার আশ্রয় নেই
জেনে রেখো তুমি কন্যা
তুমি জায়া তুমি জননী ''
জানি , আমি জানি
কন্যায় পিতার ছায়া
জায়ায় পতির ছায়া
জননীতে অন্যকারো
আজীবন ছায়াতেই রয়ে গেলাম
নিজের ছায়া হতে পারিনি কখনো
আমার সুখগুলোও হয়তো আমার নয়
অন্য কারো সুখ
আমি জানি আমি নারী
আমার অশ্রুগুলোই শুধু একান্ত আমার
নাকি আমার কাঁদতেও নেই ??