চলে যাবি, তবে চলে যা
বলাকার উড়ে চলা ডানার মতো
পাহাড়ি ঢলের ভরা শ্রোতের মতো
রাত জাগা তারা ছোটা আলোর মতো
চলে যা ।
ভূলে যাবি, তবে ভূলে যা
প্রভাতের শুকানো শিশিরের মতো
গোধূলীর ক্ষনিকের আলোর মতো
ঝরে পড়া শেফালী ফুলের মতো
ভূলে যা ।
ফিরে যাবি, তবে ফিরে আয়
অগনিত সাগরের ঢেউয়ের মতো
সূর্যাস্ত থেকে সূর্যদয়ের মতো
প্রখর রৌদ্রের পরে বৃষ্টির মতো
বিশাল মৌন পাহাড়ের হয়ে
আজীবন একা অপেক্ষায় আছি
ফিরে আয় । ।