বুকের ভিতর আষাঢ়ের মেঘ ঝরে গেলেও
হাসিমুখে চলতে শিখেছি
মলিন জামা জুতো আমায় উপহাস করে
খালি পকেটে খালি পেটে অবিরাম
ভালো আছি বলতে শিখেছি ,
জন্মাবধি মানুষ হতে হবে শুনে শুনে
বারবার হোঁচট খেয়েও হাটতে শিখেছি
সরল অংকের হিসাব শূন্য জেনেও
আজীবন যোগ বিয়োগের খাতা বয়ে গেছি
আমি সবই শিখেছি,
শুধু চিৎকার করে কাঁদতে ভুলে গেছি !!