এখন সময় নয় প্রেম কিংবা প্রেমিকার
এখন সময় নয় কবি কিংবা কবিতার
এখন হাতে লেগে আছে রক্তের ঘ্রাণ
সাদা কালো নীল সবুজ রক্তের ঘ্রাণ
নাকি রক্তের রং একটাই লাল
শোষক কিংবা শোষিতের
ধর্মের কিংবা অধর্মের
চাষা শ্রমিক মজুর ধনী
কিংবা দুমুঠো ভাতের জন্য নিরন্তর লড়াইয়ে
নারী কিংবা পুরুষ
এখানে মানুষ নেই  
এখানে জাতি থেকে উপজাতি
প্রজাতি থেকে প্রজাতি বিভক্ত
এখানে রক্তপাতে উল্লাস করে আরেক প্রজাতি
এখানে রক্ত হাতে শান্তির কথা বলে আরেক প্রজাতি
এখানে মানুষ নেই
এখানে শিকার কিংবা শিকারী
এখন সময় এসেছে নিজেকে খুলে দেখবার
সেখানে মানুষ আছে কিনা  
এখন সময় এসেছে নিজের রক্ত চিনবার
সেটা মানুষের রক্ত কিনা ।