আসবে নিত্য নতুন শিশু
খেলবে নতুন খেলা
দিন ফুরালে যাইতে হবে
ভাঙবে রঙের মেলা ,
যখন রে তুই সব হারাবি
বড়ই নিঠুর ভবে
আপন আসন পরকে দিয়া
একলাই যেতে হবে ,
ভাঙবে তখন সুখের নেশা
ভাঙবে ভালোবাসা
সব প্রদীপের নিভবে আলো
মিটবে না তোর আশা ,
পইরা রবে রঙের ফানুস
পইড়া রবে মায়া
মেঘের তলে সূর্য গেলে
থাকবে না তোর ছায়া ,
আসবে তখন আবার মানুষ
খেলবে আবার খেলা
দিন ফুরালে যাইবে সেও
ভাঙবে রঙের মেলা ।