ভালো থাকার প্রয়াস হয়তো করেই যাবো
ভেবে নিলাম যতো অনাচার
সব আমারই জন্য,
আমিও একদিন অভিমানী চোঁখে
বৃষ্টি বিন্দু মেখে লুকিয়েছিলাম,
তোমার এলোমেলো চুলে
ঘর্মাক্ত মুখ, শাড়ির আঁচলে,
তবুও এক ফালি হাসি থাক সুখে
প্রিয়তমা হতে নারী হওয়ার যে গল্প,
ছিলো দুজনের কাছে
আজ সব তোমারই জন্য ।।