মাটির গন্ধ জলের গন্ধ মুছে দিয়ে
দূরে কিবা পাশে থেকে রয়ে যায় কাছে
হয়তো এরই নাম ছিলো সুখে থাকা
সমান্তরাল যে রেখা চলে পাশাপাশি
একই পথে চলা তবু হয়নাতো এক ,
হয়তো এরই নাম ছিলো দুঃখী হওয়া
যার টানে সুতায় লাগে টান
ছিড়ে যায় পুড়ে যায় বিরহ বাতাস
হয়তো এরই নাম ছিলো ভালোবাসা ।