অনন্যা ;
দেবলোকের রূপসী তুমি এক,
নিখিল ক্ষণস্থায়ী পৃথিবীর বুকে;
কতদিন - আসোনি তুমি -- কতদিন নক্ষত্রের নীচে
ফসলের মাঠ কুয়াশায় ভিজে গেছে কতবার ;
কত জ‍্যোৎস্না এসে মরে গেল,
ঝিঝিরা এসে গেয়ে গেল গান।


অন্ধকারের বুক থেকে কতবার --
এসেছে ইঁদুর পেঁচারা,
ধান ক্ষেত ঘুরে ঘুরে মরে গেছে মাঠের উপরে,


তুমি আজ দূরের নক্ষত্র এক;
তাহাদের সাথে তোমার সন্ধি -
জোনাকির সাথে তার -- হয় নাকো প্রেম,
তবু জানি, ক্ষীণ আলোর সাথে হয় নাকো তার ভালোবাসা ;


আলো নয় - স্বপ্ন নয়-  শুধু আন্ধকার
যার স্বাদ ও অস্তিত্ব নেই ;
সেইখানে মিশে থেকে -  কতদিন
চেয়ে দেখি আকাশের বুকে ফ‍্যাকাসে চাঁদ,
উল্কা গুলো ছুটে আসে পৃথিবীর কোলে;
মেসোমন্ডল থেকে জ্বলে ওঠে তার প্রাণ,
পৃথিবীর প্রান্তে এসে ম্লান হয়ে নিভে যায়
ম্লান হয়ে - মিশে যায় অন্ধকারে-- অন্ধকারে।