এই বাংলার তৃণভূমি থেকে ঘাসে অন্ধকারে :
ভিজে গেছে যেন ভোরের বাতাসে ;
অসংখ্য শিশিরকনা লেগে  আছে তার শরীরে,
দেখিয়াছি বাংলার নদী,মাঠ, ধানক্ষেত --
সবুজ মৃত্তিকা থেকে সুদর্শন উড়ে যায় বাতাসে
নদী থেকে ডানা ঝাপটে উড়ে যায় ধবল বক।
দেখিয়াছি সাদা সারস হাটুজলে ধরিতেছে মাছ ;
চেয়ে দেখি নীল পালক, মাছরাঙা বসে  আছে মৃত শাখে
ডোবা পুকুরে কুলা ব‍্যঙ গাহিতেছে গান,
তারপর, চেয়ে দেখি ঘুঘু দুই পাখনার নীচে--
ছানা নিয়ে বসে  আছে বাবলার ডালে,
একদিন শ‍্যামার শিষ নিয়ে গন্ধ শুকেছিল -বাংলার রুপসী
তরই মাচা থেকে লতা ঝুলিতেছে, তাহার হলুদ ফুল
ডাহুক পাখি কুচুরিপনার সাথে চলে যায় দূরে নিরুদ্দেশে ;
আষাঢ়ে কদমের ঘ্রাণে ছুটে  আসে মধুকর ;-
চেয়ে দেখি বর্ষায় ভিজে গেছে কাক,
শালিকেরা নিমফল ঠোঁট করে নিয়ে যায় তার নীড়ে;
এইখানে, নোনা ভ‍্যাটের সাথে শুনেছি ঝিল্লিরব,
কড়ই শাখার সাথে জোনাকির উৎসব।