মাঠে মাঠে সবুজের নিবিড় ছোঁয়ায় ;
ধানক্ষেতের ভিতর ফুলের স্নিগ্ধ গন্ধে
কাননের সবুজতায় আরও অজস্র প্রেম।
দিবসে অম্বরে মেঘে মেঘে ভাঁসল বিকেল
শিথিল হাওয়ায় জুড়ায়ে ক্লান্ত অবসর
গ্রীষ্মের রৌদ্রে ভেসে ওঠে তৃণ পল্লবী ;
মেহেগুনির শাখায় শাখায় শালিকের গান।


মাথাভাঙায় জলে কল্লোলে ---
ডিঙিয়ে ওপারে ধবল কাশফুলে
সুবাসে ভেসে উড়ে যায় নীল হাওয়ায়।
সবুজ ডাঙায় শান্তির ছায়ায়,
হাসের পালক জলের ছোঁয়ায়
উঠিয়াছে ডানা ঝাপটে।
বিরামহীন ধূসর সন্ধ্যায় পাতায় ধূলির আবরণ।


হেম দেশে হাঁসে নদীয়ায় ---
সবুজ ঘাসে শিশিরে তিতিয়া তিতিয়া।
আচঁলে মুড়িয়ে সবুজ বাংলায়
চৈত্রের জামের ফুলে ঘ্রাণে --
মধুকর তৃষ্ণায় শান্ত তৃপ্ত প্রাণ
মাঠে ঘাসে, ক্ষেতে উড়ে সুদর্শন।