একটুকু ক্ষমা কর
বেঁচে যাই


দুঃসহ এই মরুযাত্রা,
নিকষ অন্ধকারে বরফের বিরহ-
বুকের মধ্যে হয়ে উঠে কঠিন।
অব্যক্ত শব্দের মিছিল অগ্রাহ্য ক'রে আর
কতকাল এই অভিনয়; ভাল আছি!
কতকাল নিভৃতে রক্ত ক্ষরন, হৃৎপিন্ডে
অপেক্ষার কম্পিত হাত আর স্মৃতির বলিষ্ঠ মলাট
জুরে নিকট অতীত...


কতকাল, ভাল আছি-
স্বচ্ছ অভিনয়
কতটা সময়