যে কথাগুলো জমা হয় রোজ
বলা হয়না তোমায়
জমতে জমতে স্তুপ হয় নিশ্চুপ  কথা'রা
ডুবে যায় , হ্ময়ে যায় কিছু
রয়ে যায় কিছু নৈঃশব্দ্যের আড়ালে
তুমি দেখোনি!


বুকের ভেতর বুঝি ধূপ জ্বলে আছে
আছে পুড়ে পুড়ে যাওয়া ছাই


আমি বলছিনা তুমি খুঁজতে যাও আমার কথা'দের
শুধু বলছি জেনে রেখো,মৌনতায় ঘিরে থাকা এক এক 'টা প্রাণের  আর্তনাদের সুর অস্পষ্ট চাহনি তে চেয়ে থাকা চাতকের চেয়েও কঠিন!