এতো নেই এর ভীরে ধুলোয় জমে থাকা ডায়েরীর দুঃস্থ বর্ন মলিন কাগজে সেই গুটি গুটি হাতে লেখা কবিতাগুলো কী তোমার অদেখা স্বর্গের মতোই রয়ে যাবে??
কাঠ পেন্সিলে আঁকা সেই জানালার বাইরে শুন্য আকাশ!! কত নিস্তব্ধ!


আর মোমবাতির আলো জ্বেলে তোমার স্থিরচিত্র কী তবে আর দেখা হবেনা?
থেকে যাবে আড়ালে? ঢেকে দিবে মেঘ?


তবে কী ঝুম বর্ষায় প্রবল বাজের শব্দে তুমি যখন ভয়ে জড়োসড়ো,  নিশ্চুপ শুনশান নীরবতায় কী আর শুনবে না আমার বুকে কান পেতে কিসের স্পন্দন???