রৌদ্র নিষ্ঠুর ফাটিয়েছে মাঠ,
    বৃক্ষ লতা হলো বুঝি কাঠ;
ফসল মাঠে একি শুনি হাহাকার,
কৃষকেরও পীঠ ফেটেছে এবার।
   ফুরায় সকাল আলগা দুপুর,
     কৃষকের নেই ছুটির কসুর;
      যায় তবু যাক মাঠে প্রাণ,
উত্তোলিত করবে ভাড়া ভাড়া ধান।


   রৌদ্রস্নাতে চৈত্রের চৌচির মর্ত,
      ধান্যতলে নাহি জলে অন্ত;
উত্তর-পশ্চিম কোণে আধার জাগে,
      কৃষকের মন হর্ষে লাজে।
    মেঘলা বরণ আকাশ সাজে,
   বৃষ্টি বর্ষণ হোক পাথার মাঝে!