আমার আমিকে, অসংখ্যবার বিষণ্ণতার চাদরে মুড়ে ফেলে
এখন খোঁজ হৃদয়ে বারিধারা বর্ষিত হয় কিনা!
বিষণ্ণতা, আমাকে আর গ্রাস করতে পারে না
এখন আর আমি কাউকেই অনুভব করি না।
আমি আর তোমার কেউ না,
তুমিও আমার কেউ হওয়া থেকে যোজন যোজন পথ অতিক্রম করেছ।


যদি ভালো থাকতে চাও ভালো থাকো
শূন্যতাকে ভুলে উষ্ণতার চাদরে নিজেকে ঢেকে রাখো।
আমি অনাহূত হয়ে তোমার চোখের পাঁপড়ি স্পর্শ করবো না
স্বপ্ন ভেঙ্গে যাবে তোমার কারণ, আমি অস্পৃশ্য।