এই ছেলে তোমার বয়স কত?
আঠার বছর হয়েছে বলে এত গর্ব কেন!
এই ছেলে তুমি কি জান?
এই গর্বের মূল্য পাবে না কখনো।


তুমিতো বেশ চিৎকার করে
জানান দিচ্ছ পুরো বিশ্বকে,
জীবন দিতে হলেও দেবে
তবুও পৃথিবীর ভার নেবে।


কিন্তু একটা কথা কি তুমি জানো?
দুঃসময় কিভাবে আসে পৃথিবীতে,
তুমি যাদের রক্ষক বলে ভাবছো
একসময় তারাই ভক্ষক হবে।


কি ভাবছো, রক্ত দিয়ে  মুছবে কালিমা,
সুন্দর একটা ভবিষ্যত গড়ার পরিকল্পে?
সে আশা আজ গুড়েবালি, কিছু ভেবনা
রক্ত চোষা নেতাদের শোষন তবু চলবে।


এবার কি ভাবছো, তাজা রক্তে ফোঁটাবে
হাজার হাজার বিকালঙ্গ ফুলের কলি,
শোন, সে ফুল ফোঁটার আগেই ঝরে যাবে
যদি না নেতাদেরই মরণ আঘাত কর তুমি।


কি ভাবলে এবার, বলতে হবে না। শোন,
বিবেকের বাইরে মূল্যবোধ খুঁজো না কখনো।