এই মেয়ে বসে বসে  তুমি কাঁদছো  কেন!
সকল দুঃখ ভুলে সামনে এগোতে পার না?
সহজ সরল তোমাদের নিয়ে এই এক যন্ত্রণা
তোমাদের আবেগের কাছে যুক্তি হল খেলনা।


কে বলেছিল তোমায়, আবেগ কে পশ্রয় দাও
নিজের আগুনে পুড়ে  পুড়ে দগ্ধ হও এভাবে,
এই মেয়ে, দয়া করে এবার তো কান্না থামাও
কান্না ছাড়া কিছু কি নেই  তোমাদের স্বভাবে?


একটুতেই কাঁদবে একটুতেই জ্বলবে আবার,
একটুতেই অতি দরদী। এভাবে তো হবে না
কেউ  কখনো বুঝবে না, হৃদয়ের হাহাকার
হাহাকার হৃদয়েই থাক, দৃষ্টিতে কভু এনো না।


আ-হা, আবার উঠছো কেন! এ-কি, করছো কি!
তাদের কাছে  মূল্যহীন বলে গলায় দিচ্ছ দড়ি!
হাহ! এভাবে তো কিছু হবে না।  আমি বলি কি,
বিধবার  পোশাক নয়, পড় এবার রঙ্গিন শাড়ি।


মেয়ে শোন, চুপিচুপি বলে যাই একটি কথা
ভিতর ছাড়া তার কাছে মূল্যবোধ খোঁজা বৃথা।