ঝলমলে রোদ বাইরে
তবুও বৃষ্টি হচ্ছে অবিরাম,
ঝাপসা লাগছে চারিদিক
কারন, চোখের উপর ঝাপটা মারছে বৃষ্টি।


ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে
ভিজিয়ে দিচ্ছে গাল আর শার্ট,
আমি বিস্মিত হলাম
কারন, আমি একাই ভিজছি!


এ কেমন কথা!
আমি কিছুই বুঝতে পারছি না,
আকাশে তো একটুও মেঘ নেই
তবুও বৃষ্টি পড়ছে অবিরাম ধারায়!


ক্ষণকাল পরে হঠাৎ একটা নরম হাত
আমার কাঁধ স্পর্শ করলো,
মুখ ফিরিয়ে দেখলাম তাকে
কিন্তু ঝাপসা লাগলো তার মুখ।


কারন, বৃষ্টি যে এখনো থামেনি
আগের মতই ঝরছে অবিরাম ধারায়,
দেখলাম ঝাঁপসা একজোড়া ঠোঁট
নড়ে উঠলো ইতস্তত বোধ কাটিয়ে।


অনেক দূর থেকে যেন ভেসে আসলো
এক অসাধারন মিষ্টি কন্ঠ
যেন কন্ঠ নয়, বৃষ্টির শব্দ!
টিনের চালের উপর পড়ে যেমন সৃষ্টি হয়।


বৃষ্টির মত ঝমঝম সুর তুলে
তারপরেও ধিরলয়ে বললো,
এ-কি, তুমি কাঁদছ কেন!
কি হয়েছে তোমার !!


আমি বিস্মিত, আমি অবাক!
আমি শূন্যে হাত বাড়ালাম
বৃষ্টি হাতে নেব বলে
কিন্তু কোথায় বৃষ্টি, আমার হাত শুষ্ক!


নিজের অজান্তেই হাত চলে গেল
চোখের কাছে। বুঝলাম,
কান্নায় ভিজে গেছে চোখ।
কষ্ট ! বিস্ময় ! অবাক ভাব !!