বিফলে যায় নি তোমার কথা গুলো,
তোমার হুংকার, তোমার বিদ্রোহ।
তোমার সাহিত্য প্রিয়তা
আবার তোমারই সাহিত্য-দ্রোহ।
আমি অনুসরণ করে চলেছি তোমাকে
জীবনভর হয়ত অনুসরণ করবো।
আমি কবি না, কবিতা লিখি কবিতার জন্য।
কবিতা লিখি, রক্ত ঝরাতে পারি না তাই,
কবিতা লিখি, বিশেষত্বহীন আমি তাই।
তোমার জন্যে'ই বলা যায় আমি কবিতা লিখি
কবিতাতেই আমি মেরুদন্ডের রেখা আঁকি।
ক্ষয়ে ক্ষয়ে মেরুদন্ড যদি কোনদিন বিলুপ্ত হয়
সেদিন ভবিষ্যত, মেরুদন্ড পাবে আমার কবিতায়।
তারপরেও আমার কবিতা হবে মূল্যহীন
কারন, বিদ্রোহ তখন মেরুদন্ডহীন।
ভবিষ্যত কবিতা তখন হবে মেরুদন্ডহীন।
তাই বলে কি আমি আর কোন কবিতা লিখবো না!
লিখবো, আরো একটি কবিতা লিখবো,
আরো একবার কবিতায় রক্ত ঝরাবো,
আরো একবার তোমার হুংকারের প্রতিচ্ছবি আঁকবো,
আরো একবার বাস্তবকে পদদ্বলিত করবো,
আরো একবার কবিতায় তার পথে ধূলা উড়াবো,
আরো একবার কবিতার জন্য কবিতা লিখবো,
আরো একবার তোমার জন্য কবিতা লিখবো।