আমি মরতে চাইনি
আমাকে মেরে ফেলা হয়েছে
আমাকে চিতায় তুলে পুড়েছে
আমি ছাই হয়ে মিশেছি বাতাসে।
আমি স্বর্গ দেখতে চাইনি
তাই ফিরে এসেছি বিশ্বের বুকে।


আমি মরতে চাইনি
আমাকে মেরে ফেলা হয়েছে
হাজারো লাশের সাথে
আমাকে পুঁতে ফেলা হয়েছে
আমার অস্থি-মজ্জা মাটিতে মিশেছে
বৃষ্টির পানির সাথে নদীতে পড়েছি
নদী থেকে সমূদ্রে।


আমি ফিরে এসেছি
বারবার ফিরে আসবো।
ভয়ংকর হয়ে ফিরে আসবো
ভয়ংকরের রূপ নিয়ে।


আমি শান্ত থেকে হয়েছি অশান্ত
এখন অবধি হইনি রণ-ক্লান্ত।
আমি অধিকার আদায়ের জন্য এসেছি
অধিকার যেখানে মুখ থুবড়ে পড়ে আছে।
অধিকারের জন্য বারবার রুপ বদলাবো
বিশ্বের বুকে উদ্বাহু তালে নৃত্য করবো।


আমি সাইক্লোন হব, আমি সুনামি হব
আমি হব ভাসমান মাইন,
বিশ্বের বুক থেকে ধংস করে দেব
সকল অন্ধ আইন।


আমি নতুন কিছু হব, বিজয়ের মাঝে রবো
হে মৃত্যু, এসো এবার, একহাত পাঞ্জা লড়বো,
ভয় পেয়ো না, ভয় পেয়ো না
এখন থেকে আমি তাই করবো
যখন চায় এই মন যা।


আমি নজরুল'কে দেখিনি
তবে পড়েছি 'বিদ্রোহী' কবিতা,
আমি নজরুল হতে আসিনি
এসেছি 'বিদ্রোহী' কবিতার মত হয়ে।


তাই আমি হব মানব বিজয় কেতন
হব উষ্ণ চির অধির,
আমি অচেতনকে করবো চেতন
আবার আমিই হব বিশ্বের মহাবীর।


আমি হব বিদ্রোহী ভৃন্ড
হব অন্যায় থেকে ভিন্ন,
আমি হব অত্যাচারির শত্রু
ধরণী থেকে ওদের করে দেব নিশ্চিহ্ন।


আমি হব অশান্ত রাজ্যের সিংহাসন
আমি অন্যায় অশান্তিকে করবো শাসন,
নিজেকে ভেবে নেওয়া দেবতাদের বুকে গাড়বো আসন
আমি হব তাদের ধ্বংসের কারণ।


আমি দূর্জয় হব, হব দূর্গম
শ্মশানে বসে কাটাবো আমাবস্যার রাত,
আমি হব শয়তানের জন্য অভিশাপ
করবো নাতো কারো পক্ষপাত।


আমি ধর্ষিতা মায়ের মাথার কাছে বসে কেঁদেছি
আমি পিতৃহারা শিশুর অশ্রুতে মিশেছি
তাই, আমি মহাপ্রলয় হয়ে মহাবিশ্বকে ঝাঁকি দিতে এসেছি।


হে সূর্য্য, তুমি এবার নিজেকে দেখাও......।।