আমি বোধহীন নির্বোধ
তার বোধ দেখে হেসেছি অট্টহাসি,
আমার হাসিতে সে থেমেছে
অনেকে দিয়েছে হাততালি।
এখানে কি পেয়েছি আমি
অথবা কি দিয়েছি তাদেরকে!
আমি বোধহীন, বুঝিনি কিছু
তুমি জ্ঞানী, তুমি কি কিছু বুঝেছ?


আমি বোধহীন নির্বোধ
তার হাসিতে আমি কেঁদে উঠেছি,
আমায় দেখে সে হাসি থামিয়েছে
এবারও আমি পেয়েছি হাততালি!


হে জ্ঞানী, তুমি এবার কিছু বল
উৎসাহ নাকি ব্যাঙ্গ এখানে ছিল?
তোমায় এত ডাকি, তুমি থাকো অন্যদিকে
ডাকার আগেই আমার কাছে কেন তারা থাকে!
কেন তারা আমাকে ঘিরে রাখে
আমি কি কিছু দিতে পারি তাদেরকে?


আমি বোধহীন নির্বোধ
তবুও এবার বুঝেছি কিছু
যে হেসেছিল, কেঁদেছিল
সে ছিল আমার ভিতর।
তুমি জ্ঞানী মহাজ্ঞানী
ময়ূরের পেখমে ঢেকছ শরীর।