অভিনয়;
তার সাথে তো জন্ম কালের পরিচয়
অভিনয়;
সে তো থাকে আত্মার কালিমায়।
অভিনয়;
সে তো আমায় খুবলে খুবলে খায়
অভিনয়;
সেই তো আমাকে বাঁচতে শেখায়।
অভিনয়;
সে তো থাকে আমার তিক্ততায়
অভিনয়;
দুঃখের মধ্যেও আমাকে হাসায়।
অভিনয়;
প্রয়োজনের তাগিদে দেখা দেয়
অভিনয়;
পিছনে বিশাল শূন্যতা রেখে যায়।
অভিনয়;
সে থাকে মিথ্যার বাগিচায়
অভিনয়;
সে তো নিভৃতে হেসে যায়।
অভিনয়;
সে থাকে প্রিয়ার বিপরীত ভূমিকায়
অভিনয়;
প্রিয়ার চোখেও ক্ষনিকে দেখা যায়।
অভিনয়;
ছায়া'র মত'ই আমাকে ঘিরে রয়
অভিনয়;
আপন ইচ্ছায় ঘুড়ে বেড়ায় বিশ্বময়।
অভিনয়;
'অভিনয়'ও আমার সাথে করে অভিনয়
অভিনয়;
মৃত্যু কালে'ই হয়ত ছাড়বে আমায়।