মা, তুমি আজ বহুদূরে
অনন্তের পথে দিয়েছ পাড়ি
কি এমন ভুল করেছি তোমার সাথে
যে করলে এমন আড়ি?
এত ডাকি, তবু কেন শোন না
ডাকতে ডাকতে আমি যে ক্লান্ত,
তুমি কি একটুও বোঝ না
হৃদয়'টা যে বড়ই অশান্ত।
আমি তো আর নেই সেই আগের মত
সেই পরিচিত নীড় হয়েছে অপরিচিত।
মা, আমি আর পারি না
ক্লান্তিতে অবস হতে চায় শরীর,
বড়ই অভাব বোধ করি তোমার স্পর্শের;
আর কত কল্পনায় তোমার হাত বুকে রাখবো
আর কত কাঁদবো!!
কবে বৃষ্টি এলে চিৎকার করে মা মা বলে ডাকবো।
মা, আমি সত্যি আর পারছি না।
আমায় একটু ঘুম পাড়িয়ে দাও'না মা।
ও মা, মাগো, আমি যে বড় ক্লান্ত,
আমি একটু ঘুমাতে চাই মা।
ঘুম, ঘুম শুধু ঘুম প্রয়োজন
ঘুমেই মুক্তি আমার ক্লান্তির,
ঘুমেই প্রাপ্তি মা তোমার মুখশ্রীর।