ঘরের কোণে একা বসে
লেখ অনেক কবিতা,
সবার ভিড়েও তুমি একা
নেই কারও সাথে বন্ধুতা।


জীবনে বন্ধুর প্রয়োজন
আছে, যদি মনে করো,
ধূলার আস্তরন ঝেড়ে ফেলে
শুরু থেকে শুরু করো।


ব্যাঙ্গ, বিদ্রূপ, কলহ
বিকৃত মস্তিষ্কের উগ্রতা;
দেখেও দেখ না
শুনেও শুনো না কোন কথা।


উচ্ছল হাসি মুখে
পথ চেয়ে পথে,
কেউ থাকবে না বসে
তোমার অপেক্ষাতে।


তাই উচ্ছাস ভরা চোখ
তোমাকে'ই খুঁজে নিতে হবে,
দৃষ্টিতেই পরিচয় বন্ধুতার
যা, জীবন পথেই কোথাও পাবে।