হে পথিক,
চলে এসো পথে
বিশ্রাম বিশ্রাম বিশ্রাম
আর কত বসে থাকবে ছায়াতলে।


চক্ষু মেলে,  
তাকাও আকাশ পানে
কালোমেঘ কালোমেঘ কালোমেঘ
ঝড় আসতে পারে যে ক্ষনকালে।


হে পথিক,
পথে হাঁটো আবার
কলরব কলরব কলরব
সব থেমে গেছে ঝড়ের আগমনে।


তুমি ওঠো,
শ্বাস নিয়ে দেখো
আহ! আহ! আহ!
শীতল বাতাসে জুড়িয়ে গেছে শরীর।


কে রুখবে,
তোমাকে এখন আর
রুদ্রনীল রুদ্রনীল রুদ্রনীল
তীব্র ঝড় তবুও চোখে খেলবে।


চলো হে,
আসুক না সে
ক্লান্তি ক্লান্তি ক্লান্তি
ঝড়ের মতই ক্লান্তিকে পদতলে পিষবে।