মা, ওমা
সবাই বলে আমি নাকি তোমার মত হয়েছি
তুমি ওদের বলোনা
আমি তোমার মত না, আমিই তো তুমি, তুমিই তো আমি।


আমি হাসলে তুমি হাসো, আমি কাঁদলে তুমি কাঁদো
আমিও তো তোমারই মত করি, তাই না, মাগো?


বিছানায় শুয়ে তুমি আমায় বুকে জড়িয়ে রাখো
আমার উষ্ণতা তোমার উষ্ণতায় মাখো
কখনো কি বলা যায়, ও মা, তুমিও কি বলবে মাগো
আমার উষ্ণতা তোমার উষ্ণতার মত?


আমার গালের সাথে তোমার গালটা চেপে ধর
তোমার বুকের সাথে আমার ছোট্ট বুকটা চেপে ধর;
হৃৎপিন্ডের স্পন্দন কি আলাদা করতে পারবে মাগো
তাহলে কিভাবে আমি হলাম তোমার মত?


উৎসর্গ : তাবাচ্ছুম হক, সুমাইয়া আজম পারোমিতা এবং রুফায়দা এর নামে।