ঝুমঝুমি ঝুমঝুমি
আয় দুই জন ফুল তুলি
মনের বাগানে ছুটে চলি
মনে মনে সুর তুলি।


ঝুমঝুমি ঝুমঝুমি
আয় দুই জন কান ধরি
কান ধরে ছড়া কাটি
এক পায়ে দাঁড়িয়ে তাল গাছ দুটি।


ঝুমঝুমি ঝুমঝুমি
আয় গল্প করি,
চুপ চুপ, দাঁড়া দেখি
কে আসে চুপিচুপি।


ঝুমঝুমি ঝুমঝুমি
মনে হয় ভুল শুনেছি
আয় আবার খেলা করি
শুয়ে শুয়ে গল্প করি।


উৎসর্গ : এক দুঃখ বিলাসী বালিকা আর তার প্রিয় পুতুল ঝুমঝুমির সাথে কথপোকথন।