অনেক গুলো কাঁচের নীল চুড়ি দরকার,
চুড়ির ভিতরে এক জোড়া হাত থাকবে
যে হাত রিনিঝিনি শব্দ তুলবে।


সে শব্দে মাতোয়ারা ভাব দরকার,
মাতোয়ারা ভাবে শাড়ির আঁচল উড়বে
শাড়ির মাঝে একটা কোমল শরীর থাকবে।


সে শরীরের মাঝে একটা মন দরকার,
মনে মনে মন মিল খুঁজবে
মিলের মাঝে একটা স্বপ্ন থাকবে।


স্বপ্নের জন্য এক জোড়া চোখ দরকার,
যে চোখে কপটতা থাকবে
কপটতার মাঝে ভালবাসা থাকবে।


ভালবাসার জন্য একটা হৃদয় দরকার,
যে হৃদয়ে স্পন্দন থাকবে
স্পন্দনের মাঝে সুখ থাকবে।


সুখ বোঝার জন্য একটা মুখ দরকার,
সে মুখে উজ্জ্বল হাসি থাকবে
হাসির মাঝে একটা দ্যুতি থাকবে।


দ্যুতি ধরে রাখার জন্য আরেক জোড়া চোখ দরকার,
সেই চোখে নিশ্চয়তা খুজে পাবে
চোখে চোখে চেয়ে জীবন পাড় হবে।


জীবন পাড়ের জন্য একটা ঘর দরকার,
সেই ঘরে জানালা থাকবে
জানালা দিয়ে চাঁদের আলো ঢুকবে।


চাঁদনি রাতে চাঁদের আলোয় ঘর ভাসবে
ঘরের মাঝে একটি উজ্জ্বল সম্পর্ক থাকবে,
সম্পর্কের মাঝে গভীরতা লুকিয়ে থাকবে
সেই গভীরতায় অনন্ত সুখ থাকবে।