যেদিন মানচিত্র এঁকে ছিলাম
সেদিন ছলকে উঠেছিল রক্ত।
বুকের ভিতরে নয়, মনের ভিতরেও নয়
বুক থেকে চুঁইয়ে চুঁইয়ে পড়ে
মাটির বুকে সদ্য রক্তের পুকুরের মাঝে
ছলকে উঠেছিল আমার রক্ত।
কাটা গাছের মত ধরাস করে পড়েছিলাম
আমারি রক্তের পুকুরের মাঝে।
সমস্ত রক্ত চারিদিকে ছলকে ছিঁটেছিল
তারপর সেই রক্ত এঁকেছিল
আজকের এই মানচিত্র।
যা তোমাদের গর্ব, তোমাদের অহংকার।