আহারে!
সময় যদি পিছানো যেত তাহলে .....!
সব কিছু এখন বহুদূর, দৃষ্টির আড়ালে
ভেঁজা চোখ, হয়তোবা শুকিয়ে গেছে।
ঘুম কুমারী হয়তো আর ঘুমায়'ই না
ঘুম কুমারী হয়তো আর জেগেই থাকে না।


শুধু জেগে থাকে ভোর, জেগে থাকি আমি
ক্লান্ত রাতও জেগে থাকে আমার সাথে।
মধ্য দুপুর তপ্ত রোদ, পুড়ে যায় গা
মায়া ভরা চোখ, বহুদূর, আর কেউ চায় না।
আর কেউ দরদী কন্ঠে পিছু ডাকে না।


ধূলি-ধূসরিত পথের মাঝে, ছায়া পড়েছে
আলো নয়, অন্ধকার নয়, পৃথিবী জেগে উঠেছে;
সব মানুষ ঘরে ফেরে, ঘর ছেড়ে পথে নামে
তবু ঘুম কুমারী, নামের মাঝে এখনো ঘুমিয়ে আছে।