এই ছেড়ি, করিস ক্যান তেড়িবেড়ি
মারবো একখান ঢিস,
ওমা, রাগছিস কেন রে ভাই!
মারবো না তো, করলে করবো কিস।


হায় হায় কি করতে কি হলো
ছাতু মাখতে হাগু হলো।


ছেলের দল যাস নে তোরা
ঐ আম গাছের তলে,
ছেড়ির মাথায় শিং গজিয়েছে
ঢিস দেবে গেলে।


# ছেড়ি একটা আঞ্চলিক শব্দ। কিশোরী বা যুবতি মেয়েদের কে বোঝানো হয়।
# 'কি করতে কি হলো, ছাতু মাখতে হাগু হলো।' এটা একটা আঞ্চলিক প্রবাদ।
# ছাতু হলো মুড়ি বা চাল ভাঁজা গুড়ো করে গুড়, পানি দিয়ে মাখানোকে বোঝায়।