শব্দগুলো কি গুছিয়ে বলা খুব বেশি প্রয়োজন?
ছা-পোষা পাখিদের বাসা ভেঙ্গে,
বিড়াল ছানাগুলোকে দূর দূরান্তের ডাঙ্গায় ফেলে,
শিশির ভেজা সবুজ দুটি পাতাকে মাড়িয়ে,
নতুন কুঁড়ির ফুটন্ত স্বপ্নগুলোকে দুমড়ে-মুচড়ে,
কতগুলো বসন্ত কাটিয়ে দিয়েছি মূঢ় অদম্য হয়ে।
ডান পিঠের সীমা রেখা পাড়ি দিয়েছি বহু দিন আগই।
তবু ও মনে হয়নি -
কাশ বন ঘেঁষে শরতের আকাশ দেখি নরম অনুভূতি নিয়ে।
মনে হয়নি-
আধো জোছানা রাত্রিটা মায়াবি হয়ে উঠুক একজোড়া চোখে।
মনে হয়নি-
বুকের মাঝে একটি চিবুকের ছোঁয়া নিয়ে হলদে পাখির ডাক শুনি হিজল তলে।
তবে আজ তোমার প্রতিটি শব্দ
আমার হৃদয় স্পন্দনে নতুন ছন্দের নৃত্য তুলে।
তাই, ব্যাকুল চিত্তে তোমার কাছে ছুটে এসে আবোল-তাবোল বকছি।