অনেক আদরে গড়া ভবিষ্যৎ
তখন বুঝেনি
হয়ত এখন ও বুঝে উঠেনি
ধুলি খেলা ভাল লাগা
শাসন মানে অত্যাচার
এমন ই ভাবনা।
প্রিয় আর অপ্রিয়টা ছিল
সিলেবাসের বাহিরে
হয়ত আজ ও,
কখনো ঘুরে বেড়ানো
কখনো খেলায় মেতে উঠা
কখনো বা গল্পের উত্তেজনা
এমনই খেয়ালি।
জীবনের এক তৃতীয়াংশের শেষে
অথবা অর্ধাংশের মাঝে,
মনে পড়ে হারানো স্মৃতি স্তম্ভ
হারিয়ে গেল কত কি!
আমি দাঁড়িয়ে আছি আজ
অনাগত ভবিষ্যৎ এর সাথে -
নষ্ট - ভ্রষ্ট হয়ে,
অথবা আলোর কনা হয়ে,
মঙ্গলীদের নিকট।