ঢাকার গালে দু'ফোঁটা নোনা পানি
বজ্জাত শহর গিলেছে সমস্ত ঘুম
বুকের ভিতর লুকানো অশরীরি প্রেতআত্মা
সোড়িয়াম হলুদ, বেশ্যার লিপিষ্টিক, মধ্যরাত !
পথ চেয়ে বসে আছে ললুপ খদ্দের, মাংসের গন্ধ ।
তারারা সব  একেশ্বর আরাধনায় মত্ত
তিন তলায় যুবকের গিটারে ছয় তারের যুদ্ধ
বিদ্রুপ বসে আছে যত সব নিত্য সত্য  
সুনসান প্রাগৈতিহাসিক শাশ্বত বানীর শব্দ ।


যে পথে ভদ্ররা ছিলো রোজ, আঁধারে নিখোঁজ ।


- জেবাউল নকিব
২১/০৫/২০১৪