তোমাকে পাওয়ার পর আর কিছুই ঠিক নেই আগের মত
প্রচ্ছদে ঘুমিয়ে পড়েছে শিশুকাল, সাধ্যের বাইরে স্পর্শ
অলিক স্বপ্ন দেখিয়ে হঠাৎ বাস্তবতার রোষানলে চোখ খুলে দেখি
বহুমাত্রিক পাথর দেওয়াল আমাদের এক হবার অন্তরায়।
তোমাকে পাবার পর থেকেই ক্যারিয়ার নামক ক্যান্সারের মস্তিষ্কে বসতবাড়ি
হবে হবেনার দোটানায় নাটাই থেকে সুতো ছিড়ে নিখোঁজ ঘুড়ি
প্রলয়ংকরী ঝড় সময়কে অস্থির করেছে
তোমার মুখে এনেছে ভালোবাসা কমেছে বলার আহ্লাদী অভিযোগ
অথচ সেদিনের পর থেকে বিস্মিত অলিক স্বপ্নযাত্রার সমাপ্তি টেনে
বাস্তবিক জীবন সংগ্রামে যুদ্ধ ঘোষণা করে স্লোগান ধরেছি 'তোমাকে চাই'
বোহেমিয়ান বিকেলে মুঠোফোনের দীর্ঘ আলাপ
আজ শূণ্য খাচায় বন্দী অসমাপ্ত বিরহী শোক।