সেই কবিতাটি এখনো শেষ হয়নি!
একজন কর্পোরেট কবির আত্মহত্যা দুঃখের সমাধান হতে পারেনা
শঙ্খচিলের ডানায় যদি সমস্ত হতাশারা উড়ে তবে পায়রা আর বাবুইয়ের ডানা শূণ্য
মাঝরাতে বাউন্ডুলে রেলপথে কবির পায়চারী সাথে মদে বেশামাল চোর সাথী
এই রাত চাঁদ আলো নস্টালজিয়া ব্রেন ফুহ হয়ে উড়ে যাক নিকোটিনের সাথে।
বুকের ভিতর চাষ, ইয়া বড় পাংগাস, গাই মারেনা যায়না ধরা হাতে।