যে কবিতাটি লিখার কথা মানুষ ও তার জন্য
দিনের বেলা হামাগুড়ি দেওয়া অদ্ভূদ চাঁদ
গা ঘেসে থাকা আহ্লাদী অলিক স্বপ্ন
পাশে আছি বলার একরোখা  চাপিয়ে দেওয়া প্রেম
সময় বদলায় - বদলাতে হয় নির্জন প্রয়োজনের কশাঘাতে
প্রয়োজন মানেনা নিয়ম নদীর মত বয়ে যায় আপন ঠিকানায়
গোগ্রাসে গিলছি অন্ধকার ঠেলেঠুলে জীবন পার
কবিতাটি লেখার কথা ছিলো সত্যি মানুষ ও তার জন্য।
ইতিহাস সাক্ষী এই প্রেম নামে  স্বপ্লদৈঘ্য চলচিত্র
এই অশুভ কথার ফুলঝুড়ি অদৃশ্য কামনার আগুন
একদিন নদী হয়ে যাবে, মিসে যাবে সমুদ্রে
ভালোবাসার জন্য পরাধীনতার শিকল পড়তে বাঁধ নেই !
লোক মুখে কানাকানি সুপ্ত প্রেম জানাজানি
বলে লাভ কী এ বন্দী প্রেমে?
জেগে উঠো নারী থেকোনা আর ঘুমে।
অতপর কোন একদিন কোন এক পরাধীনী
নারীমঞ্চে দাঁড়িয়ে নিজেকে স্বঘোষিত স্বাধীন দাবী করে
নিজ হাতে খাঁচার দরজা খুলে মুক্ত হয়ে যাবে।