সাইলেন্ট!  
লাইট অপ
গেইট লক
বন্দ সমস্থ দরজা
কোন কথা নেই
কবিতা এখন ঘুমে, আহা ডিস্টার্ব করবেন নাহ।


লাল নীল ট্রাফিকঃ সিঙ্গনেল মানিনা
সাউন্ড, উত্তেজিত নাগরিক, কোলাহল, মিছিল - স্লোগান
অই চানাচুর বাদাম! ফুল লাগবে গোলাপ ফুল? রক্তকরবী -
লেইসফিতা লেইস -
গ্যাস্ট্রিক আলসার- জন্ডিস ক্যান্সার?  এক বতলেই চমৎকার
আসেন! বসেন,  কি খাবেন? কলা পাউরুটি, ফুসকা - চটপটি


চুপ থাক বেয়াদব ভাবনা।


অদৃশ্য লাল পিঁপড়া হঠাৎ কামড়ে দিবে কবিতার স্তনজোড়া
ব্লাউজের ভেতরে কবিতা হাতড়ে কাতরাবে, তবু শব্দ নেই
অঘোরে বেঘোরে ঘুমিয়ে পড়েছে কবিতা জেগে উঠার নাম নেই।