নাওয়া নেই খাওয়া নেই ঘুম আর ভুতুড়ে আলাপ নেই
বন্ধু নেই আড্ডা নেই থেমে থাকার ভয় নেই
যার ভাবনা আর কার্যপ্রণালী  জুড়ে থাকবে এক নষ্ট কবি।


যেমন. . . !
কবি বলবে ঘুমাও নারী - তোমার মধ্যে
ঘুম
কবি বলবে খাও নারী - তুমি খেলে
হয়ে যায় খাওয়া
কবি বলবে আড্ডা দাও ওর সাথে তার
সাথে - তুমি থাকতে ওসব নিষ্প্রয়োজন
কবি বলবে পড় পাঠ্যপুস্তক পরিক্ষা যে -
আসো, বসো তোমার চক্ষু পড়ি!


আমি এমনি একরোখা এক নারীর প্রেম
চেয়েছিলাম
যাকে ধমকি দিয়ে ঘুমাতে খেতে
আড্ডা ও পড়তে পাঠাতাম
আর সে আহ্লাদী সুরে বলতো - বিরক্ত
হচ্ছো? না থাক।