তোমার আকাশ জানে, মেঘদূত রোজ ফিরেনা ঘরে
তুমি মহারানী পাখি হারানোর উত্সব, বকুল ঝরে
বাতাসের কান্না শুনেনা হলুদিয়া
সূচালো আলপিন গাঁথা আবছায়া
বটবৃক্ষক মরা ফুলে পূর্ণ কানায় কানায়
মহাপাখি মুক্ত উড়ছে ডানায় ডানায়


কার বাপের কেনা?  আকাশ কি সরকারি?
আমি একলা একায় একা পাখির কান্ডারী !


কোন পাগলে বিক্ষোভে,
কার পাশে আজ কে শোবে,
আগুন জ্বলে কার ঘরে?
কোন পাগলের অন্তরে?